অর্থ ও ব্যাংক ব্যবস্থা
২৩. ব্যাংক হিসাব খোলার জন্য প্রয়োজন হয়-
র. ২ কপি সত্যায়িত ছবি
রর. শনাক্তকারীর স্বাক্ষর
ররর. জাতীয় পরিচয়পত্র
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
২৪. বাণিজ্যিক ব্যাংকে হিসাব খোলা হয়-
র. দৈনিক হিসাব
রর. সঞ্চয়ী হিসাব
ররর. স্থায়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. রর ও ররর
২৫. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. দি ব্যাংক অব বাংলাদেশ
খ. দি ন্যাশনাল ব্যাংক অব বাংলাদেশ
গ. দি স্টেট ব্যাংক অব বাংলাদেশ
ঘ. বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর : ঘ. বাংলাদেশ ব্যাংক
২৬. কিসের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক নোট প্রচলন করে?
ক. কাগজী মুদ্রা খ. বন্ড
গ. স্বর্ণ ঘ. স্থায়ী সম্পদ
সঠিক উত্তর : খ. বন্ড
২৭. কোন ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা খোলার অনুমতি দেয়?
ক. কেন্দ্রীয় ব্যাংক খ. ন্যাশনাল ব্যাংক
গ. বিশ্ব ব্যাংক ঘ. সেন্ট্রাল ব্যাংক
সঠিক উত্তর :ক. কেন্দ্রীয় ব্যাংক
২৮. নিকাশ ঘরের কাজ কোনটি?
ক. নির্ধারিত ঘর খ. প্রাত্যাহিক কাজ
গ. দেনা-পাওনার নিষ্পত্তি ঘ. নগদ অর্থের লেনদেন
সঠিক উত্তর : গ. দেনা-পাওনার নিষ্পত্তি
২৯. ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হলো-
র. খোলা জমার নীতি
রর. নগদ জমার অনুপাত
ররর. ৫% কেন্দ্রীয় ব্যাংকে জমা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
৩০. কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো-
র. মুদ্রা প্রচলন
রর. আমানত গ্রহণ
ররর. নিকাশ ঘর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
৩১. বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
সঠিক উত্তর :ক. ১টি
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ প্রশ্নের উত্তর :
'ক' ব্যাংকের পরিচালনা পর্ষদ লক্ষ্য করলেন যে, তাদের দেশে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি অথচ মাথাপিছু আয় কম। এ অবস্থায় তারা দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগী হলেন।
৩২. 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. ন্যাশনাল ব্যাংক ঘ. সরকারি ব্যাংক
সঠিক উত্তর :খ. কেন্দ্রীয় ব্যাংক
৩৩. অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপ হচ্ছে-
র. দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা
রর. নোট প্রচলন করা
ররর. ঋণ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ. র, রর ও ররর
৩৪. কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৫ খ. ১৯৫৬
গ. ১৯৭২ ঘ. ১৯৭৩
সঠিক উত্তর :গ. ১৯৭২
৩৫. বাংলাদেশ ব্যাংক ভূমিকা পালন করে-
র. কৃষি উন্নয়নে
রর. শিল্পায়নে
ররর. আত্মকর্মসংস্থানে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
৩৬. কয়টি প্রতিষ্ঠান একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত হয়?
ক. ২ টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : ক. ২টি
৩৭. সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশীদার কোন ব্যাংক?
ক. কৃষি ব্যাংক খ. সমবায় ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক ঘ. উন্নয়ন ব্যাংক
সঠিক উত্তর : খ. সমবায় ব্যাংক
৩৮. কৃষি ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে কোন ক্ষেত্রে?
ক. হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয়ে
খ. গবাদিপশু ক্রয়ে
গ. অগভীর নলকূপ স্থাপনে
ঘ. হিমাগার নির্মাণে
সঠিক উত্তর : ঘ. হিমাগার নির্মাণে
৩৯. কোন সাল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়?
ক. ১৯৭৩ খ. ১৯৭৬
গ. ১৯৮৩ ঘ. ১৯৮৫
সঠিক উত্তর : গ. ১৯৮৩
৪০. কত সালে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৫ খ. ১৯৭৩
গ. ১৯৭৬ ঘ. ১৯৮৩
সঠিক উত্তর :খ. ১৯৭৩
বাংলাদেশের অর্থনীতি
১. বাংলাদেশে কত সালে শিল্পনীতি ঘোষণা করা হয়েছে?
ক. ১৯৮৩ খ. ২০০১
গ. ২০০৮ ঘ. ২০১০
সঠিক উত্তর : ঘ. ২০১০
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়