বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নোবিপ্রবিতে কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে কর্মশালা
নোবিপ্রবিতে কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'এক্সামিনেশন অ্যান্ড এডুকেশন অর্ডিন্যান্স' বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার রুমে শিক্ষকদের অংশগ্রহণে ২৯ অক্টোবর এ কর্মশালার উদ্বোধন করা হয়। এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবী। আলোচক হিসেবে ছিলেন রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান এবং শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম।

উলেস্নখ্য, ২৯ ও ৩০ অক্টোবর আয়োজিত কর্মশালায় ইনস্টিটিউটের পরিচালক, সিনিয়র শিক্ষক প্রতিনিধি, বিভাগীয় প্রধান ও অধ্যাপকরা অংশগ্রহণ করেন।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে