মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

জাবিতে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
জাবিতে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
জাবিতে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে ইউনিভার্সিটি অব সাইন্স মালয়েশিয়ার (ইউএসএম) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপাচার্যের কার্যালয়ে ২৯ অক্টোবর এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে জাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ইউএসএম এর পক্ষে উপাচার্য অধ্যাপক দাতে সেরি আইআর ড. আবদুল রহমান মোহাম্মেদ স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক চুক্তির আওতায় যৌথ গবেষণা, প্রকাশনা, গবেষণা তহবিলের জন্য আবেদন, অতিথি বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন করা হয়। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে গবেষক এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা দ্বিপাক্ষিক শিক্ষা সফর করবেন এবং তাদের গবেষণার বিষয়বস্তু হিসেবে চিহ্নিত ক্ষেত্রগুলোতে বৈজ্ঞানিক তথ্য ও উপকরণ বিনিময় করবেন। পাশাপাশি চুক্তির আওতায় পারস্পরিক সম্মতিতে অন্যান্য অ্যাকাডেমিক সহযোগিতা প্রদান করবেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন এবং অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইউএসএম এর পক্ষে ড. চুয়া লি সিয়াং চুক্তির আওতায় বিভিন্ন কার্যক্রমের সম্ভাব্যতা পরীক্ষা ও বাস্তবায়ন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে