বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মিরসরাই বিএনপির আনন্দ মিছিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ২০:২৯
মিরসরাই বিএনপির আনন্দ মিছিল
ছবি: যায়যায়দিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে পর দেশে ফেরায় মিরসরাই বিএনপি আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার (৬ মে) বিকাল ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এ আনন্দ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

আনন্দ মিছিল উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রিদওয়ানুল হক, বিএনপি নেতা ছুট্টু কমিশনার, মিরসরাই পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, মিরসরাই পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, বিএনপি নেতা জাফর ইকবাল, মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবাদ হোসেন ননাই, সাবেক সাধারন সম্পাদক সুমন শর্মা, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুনর রশীদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসীম উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল সোহাগ, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য মাসুদ কিবরিয়া, যুবনেতা আলাউদ্দীন, রিয়াদ হোসেনসহ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীরা বলেন, নেত্রী দেশে ফেরায় গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। আজ দেশের জন্য ও জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে