সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৪ টায় কলকলিয়া বাজার ডায়মন্ড কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ ও যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সদস্য এমএ মুকিত, সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন,
জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম হাজী সোহেল আহমদ খান টুনু, সানোয়ার হাসান সুনু, এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু তালেব, সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকির আলী (সাবেক চেয়ারম্যান), ফারুক আহমেদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান,
বিএনপি নেতা আব্দুস ছালাম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, বিএনপি নেতা মোজাফফর আলী লিটন, খায়রুল ইসলাম, আবুল মিয়া,মনির হোসেন, নুরুজ্জামান, মাছুম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি রোকন মিয়া, জগন্নাথপুর জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ,
কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারন সম্পাদক মো. রেজাউল হক। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু।
এ সময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু লেইছ, কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা জাহেদুজ্জামান শোয়েব, আজিজুল হক আজিবুল, নুরুজ্জামান, জুনেদ আহমেদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সোহেল আহমদ, সহ-সভাপতি শামসুজ্জামান, কামরুল হাসান লিটন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ জিতু , জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,
কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইমাদ উদ্দিন মাছুম, সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান ও ছাত্রদল নেতা রহিম উদ্দিন সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।