শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?

উত্তর:১৯৭২ সালে

প্রশ্ন:বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?

উত্তর:জয়নুল আবেদিন

প্রশ্ন:ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উত্তর : বাঙালি জাতীয়তাবাদ

প্রশ্ন:বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-

উত্তর:ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি

প্রশ্ন:ঊ-ঞওঘ চালু করা হয় কত সালে ?

উত্তর:২০১৩

প্রশ্ন:উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর : নরসিংদী

প্রশ্ন:কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?

উত্তর:সুন্দরবনকে

প্রশ্ন:পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?

উত্তর:মাকসুদুল আলম

প্রশ্ন:দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?

উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম

প্রশ্ন:বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:বুড়িগঙ্গা

প্রশ্ন:ভাটির দেশ নামে পরিচিত দেশ-

উত্তর : বাংলাদেশ

প্রশ্ন:বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে?

উত্তর: খাগড়াছড়ি

প্রশ্ন:বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?

উত্তর:১২০ দিন

প্রশ্ন:বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?

উত্তর:১৯৭৪ সালে

প্রশ্ন:কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?

উত্তর:১৪ ডিসেম্বর

প্রশ্ন:সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?

উত্তর: বেগম রাজিয়া বানু

প্রশ্ন:নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর: বাংলা একাডেমিতে

প্রশ্ন:জাতীয় শিক্ষক দিবস পালিত হয়-

উত্তর:১৯ জানুয়ারি

প্রশ্ন:চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?

উত্তর:মায়িশা রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে