নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় নোবিপ্রবি জাতীয় সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনের সামনে ১৮ জানুয়ারি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল অনুষ্ঠানের উদ্বোধন করেন। নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফর্মেশন সায়েন্সেস (আইআইএস)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। স্কুল-কলেজ পর্যায়ে ২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৪টিসহ মোট ১৬টি পর্বে এবারের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা এই সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধন করে এবং তাদের তৈরি করা প্রজেক্টগুলো প্রদর্শন করে।