বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'ন্যানোটেকনোলজি : স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ দ্য পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেলথ, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ২৩ জানুয়ারি এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা ও কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. জামাল উদ্দিন প্রধান বক্তা ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শারিয়ারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রব খান এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এর ডিন ড. দীপক কুমার মিত্র। সেমিনার শেষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও কপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি ন্যানোটেকনোলজি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে