প্রশ্ন:রবীন্দ্রনাথের মৃতু্যর পর কোন গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তর:শেষ লেখা।
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎস্বর্গ করেন?
উত্তর:কালের যাত্রা।
প্রশ্ন:খোয়াই সেচ প্রকল্পটি কোথায় অবস্থিত?
উত্তর:হবিগঞ্জ।
প্রশ্ন:বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর:গাজীপুর জেলার কাশিমপুরে।
প্রশ্ন:কত সালে প্রথম সরকারিভাবে উঅঈঈঅ বানানটি পরিবর্তন করে উঐঅকঅ করা হয়?
উত্তর:১৯৮২ সালে।
প্রশ্ন:ঔঙইঝ কি?
উত্তর:ঔড়ন ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু ধহফ ইঁংরহবংং ঝঁঢ়ঢ়ড়ৎঃ. কর্মসংস্থান সৃষ্টিতে একটি বেসরকারি সংগঠন।
প্রশ্ন:বাংলাদেশে বিনিয়োগ বর্ষ ঘোষণা করা হয় কত সালকে?
উত্তর:১৯৯৭ সালকে।
প্রশ্ন:জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ এশিয়ার কততম দেশ?
উত্তর:৫ম তম।
প্রশ্ন:বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে?
উত্তর:মোঃ শফিউল কাদের।
প্রশ্ন:জাতীয় কবি নজরুলকে নিয়ে কোন দেশের চলচ্চিত্র নির্মিত হয়েছে ছবির নাম কী এবং পরিচালক কে?
উত্তর:কানাডায়। নজরুল। পরিচালক ফিলিপ স্পারেল।