রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয় পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ০৮ জানুয়ারি ২০২০, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয় পত্র
'ফুলে ফুলে ঘর ভরেছে'

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

কারক ও বিভক্তি

1

১৫. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?

ক. চতুর্থী

খ. পঞ্চমী

গ. ষষ্ঠী

ঘ. সপ্তমী

সঠিক উত্তর : ক. চতুর্থী

১৬. 'করণ' শব্দটির অর্থ কী?

ক. যা থেকে কিছু বিচু্যত হয়

খ. যাকে স্বত্বত্যাগ করে দান

গ. যন্ত্র-সহায়ক বা উপায়

ঘ. ক্রিয়া সম্পাদনের সময়

সঠিক উত্তর : গ. যন্ত্র-সহায়ক বা উপায়

১৭. 'মৃত জনে দেহ প্রাণ' প্রাণ পদটি কোন কারকের কোন বিভক্তি?

ক. কর্মে দ্বিতীয়া

খ. কর্মে সপ্তমী

গ. সম্প্রদানে চতুর্থী

ঘ. সম্প্রদানে সপ্তমী

সঠিক উত্তর : ঘ. সম্প্রদানে সপ্তমী

১৮. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

ক. শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী

খ. ষষ্ঠী, দ্বিতীয়া

গ. দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য

ঘ. শূন্য, তৃতীয়া, ষষ্ঠী

সঠিক উত্তর : খ. ষষ্ঠী, দ্বিতীয়া

১৯. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

ক. পরীক্ষায় নকল করা ভালো নয়

খ. ফুল তুলতে এলেম বনে

গ. পাখিকে ঢিল মারলে কেন

ঘ. রাত শেষ হয়ে এলো

উত্তর : গ. পাখিকে ঢিল মারলে কেন

২০. 'ব্যাপ্তি' অর্থে সম্বন্ধ পদ কোনটি?

ক. রাজার রাজ্য

খ. বাটির দুধ

গ. দেশের লোক

ঘ. রোজার ছুটি

সঠিক উত্তর : ঘ. রোজার ছুটি

২১. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?

ক. কে, রে

খ. র, এর

গ. এ, য়, তে

ঘ. দ্বারা, দিয়ে, কর্তৃক

সঠিক উত্তর : খ. র, এর

২২. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কী বলে?

ক. সন্ধি

খ. সমাস

গ. কারক

ঘ. বিভক্তি

সঠিক উত্তর : গ. কারক

২৩. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?

ক. মুখ্য কর্ম

খ. অপ্রধান কর্ম

গ. গৌণ কর্ম

ঘ. বিধেয় কর্ম

সঠিক উত্তর : গ. গৌণ কর্ম

২৪. 'আমারে তুমি করিবে ত্রাণ'- এই বাক্যে 'আমারে' পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় দ্বিতীয়া

খ. কর্মে দ্বিতীয়া

গ. অপাদানে পঞ্চমী

ঘ. সম্প্রদানে ষষ্ঠী

সঠিক উত্তর : খ. কর্মে দ্বিতীয়া

২৫. 'ফুলে ফুলে ঘর ভরেছে'- এই বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকের কোন বিভক্তি?

ক. কর্মে সপ্তমী

খ. করণে সপ্তমী

গ. অধিকরণে সপ্তমী

ঘ. অপাদানে সপ্তমী

সঠিক উত্তর : খ. করণে সপ্তমী

২৬. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কী বলে?

ক. মুখ্য কর্ম

খ. গৌণ কর্ম

গ. সমধাতুজ কর্ম

ঘ. উদ্দেশ্য কর্ম

সঠিক উত্তর : ক. মুখ্য কর্ম

২৭. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?

ক. 'যে' বা 'তে'

খ. 'এ' বা 'এতে'

গ. 'র' বা 'এর'

ঘ. 'থেকে' বা 'চেয়ে'

সঠিক উত্তর : গ. 'র' বা 'এর'।

২৮. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?

ক. কর্ম কারক

খ. করণ কারক

গ. সম্প্রদান কারক

ঘ. কর্তৃ কারক

সঠিক উত্তর : ক. কর্ম কারক

২৯. কোনটিতে কর্ম কারকে শূন্য বিভক্তি?

ক. ডাক্তার ডাকো

খ. লোকমুখে শোনা

গ. বিপদে যেন না করি ভয়

ঘ. জলকে চল

সঠিক উত্তর : ক. ডাক্তার ডাকো

৩০. ভাবাধিকরণে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়?

ক. পঞ্চমী

খ. ষষ্ঠী

গ. সপ্তমী

ঘ. সবগুলো

সঠিক উত্তর : গ. সপ্তমী

৩১. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?

ক. সমাস

খ. কারক

গ. বিভক্তি

ঘ. সম্বন্ধ পদ

সঠিক উত্তর : গ. বিভক্তি

৩২. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ কী?

ক. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না

খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না

গ. বিভক্তি যুক্ত হয় না

ঘ. কর্তা নিজে ক্রিয়া সমাধা করে

সঠিক উত্তর : খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে