সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ২৬ মার্চ ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
সাঁওতাল

অধ্যায়-৪

১২. চট্টগ্রামে চাকমাদের আগমন ঘটে?

ক. দশম শতাব্দীতে খ. দ্বাদশ শতাব্দীতে

গ. ত্রয়োদশ শতাব্দীতে ঘ. পঞ্চদশ শতাব্দীতে

সঠিক উত্তর : ঘ. পঞ্চদশ শতাব্দীতে

১৩. চাকমাদের ধর্ম হলো-

ক. হিন্দু খ. খ্রিস্টান

গ. বৌদ্ধ ঘ. শিখ

সঠিক উত্তর : গ. বৌদ্ধ

১৪. মৈথেয়ী কাদের ভাষার নাম?

ক. মণিপুরি খ. গারো

গ. সাঁওতাল ঘ. রাখাইন

সঠিক উত্তর : ক. মণিপুরি

১৫. খাসিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-

র. এরা হিন্দু ধর্মে বিশ্বাসী

রর. এরা জুমচাষ করে

ররর. এদের পরিবার মাতৃতান্ত্রিক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

১৬. গারোদের ভাষার নাম-

ক. মান্দি খ. চাটচী

গ. তাতারা ঘ. এগেট

সঠিক উত্তর : ক. মান্দি

১৭. মগ সমাজে কয়টি গোত্র পাওয়া যায়-

ক. ৫টি খ. ১০টি

গ. ১৫টি ঘ. ২০টি

সঠিক উত্তর : গ. ১৫টি

১৮. কোচ নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

ক. বগুড়া খ. নোয়াখালী

গ. বরিশাল ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তর : ক. বগুড়া

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

মৌসুমীর পূর্বপুরুষরা ঐতিহ্যবাহী সাংসারেক ধর্মে বিশ্বাসী হলেও তার পরিবারের সবাই এখন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী।

১৯. মৌসুমী কোন নৃগোষ্ঠীর সদস্য?

ক. চাকমা খ. মারমা

গ. রাখাইন ঘ. গারো

সঠিক উত্তর : ঘ. গারো

২০. মৌসুমীদের বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-

র. ক্রস কাজিন বিবাহ নিষিদ্ধ

রর. সালিশের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয়

ররর. বিয়ের পর নবদম্পতি স্ত্রীর মায়ের বাড়িতে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

২১. চাকমা রাজার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-

র. তিনি উত্তরাধিকার সূত্রে নির্বাচিত

রর. তিনি সার্কেলপ্রধান

ররর. তিনি সমাজের ঐক্য ও সংহতির প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২২. মারুফের ফেসবুক-বন্ধু সাকালা আফ্রিকার নাইজেরিয়ায় বাস করে, সাকালা হলো-

ক. ককেশয়েড খ. নিগ্রোয়েড

গ. মঙ্গোলয়েড ঘ. অস্ট্রালয়েড

সঠিক উত্তর : খ. নিগ্রোয়েড

২৩. চাকমা সমাজে সর্বনিম্ন সামাজিক প্রতিষ্ঠান কোনটি?

ক. গোত্র খ. আদাম

গ. পরিবার ঘ. মৌজা

সঠিক উত্তর : গ. পরিবার

২৪. সাঁওতালদের গ্রাম দেবতার নাম হলো-

ক. মজি খ. মারাং বুরো

গ. পরগনায়েত ঘ. নোকনা

সঠিক উত্তর : খ. মারাং বুরো

২৫. শারীরিক দিক থেকে খাসিয়াদের সঙ্গে মিল রয়েছে-

ক. গারোদের খ. মারমাদের

গ. রাখাইনদের ঘ. কোচদের

সঠিক উত্তর : ক. গারোদের

অধ্যায়-৫

১. পলাশী যুদ্ধ হয় কত সালে?

ক. ১৬৪৭ খ. ১৭৫৭

গ. ১৮৫৭ ঘ. ১৯৪৭

সঠিক উত্তর : খ. ১৭৫৭

২. ১৯০৫ সালে কোন আইন হয়?

ক. বঙ্গভঙ্গ খ. চিরস্থায়ী বন্দোবস্ত

গ. জমিদারি আইন ঘ. চুক্তি

সঠিক উত্তর : ক. বঙ্গভঙ্গ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে