ফের বিয়ে করেছেন চলতি সময়ের আলোচিত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বিয়ের বিয়ষটি নিজেই তিনি নিশ্চিত করেছেন। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। মঙ্গলবার হাবিব এক ফেসবুক পোস্টে জানান, 'প্রিয় অনুরাগীরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন যে বিশ্বব্যাপী মহামারির কারণে পুরো বিশ্বে বর্তমানে খুব খারাপ সময় কাটছে, এই কারণেই বিষয়টি সেভাবে কাউকে জানান হয়নি। সবাই দোয়া করবেন।'
এর আগে ২০১১ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন হাবিব ওয়াহিদ। আর তাদের বিয়েটা হয়েছিল হাবিবের মা রোখসানা ওয়াহিদের পছন্দে। ২০১২ সালের ২৪ ডিসেম্বর ছেলের বাবা হন হাবিব। তাদের ছেলের নাম আলিম। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়।