সম্প্রতি দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান করা হয়। সেখানে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত দুই ছবিতে অভিনয় করে পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও শিশুশিল্পী রাইসা। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এই সাফল্যকে উপলক্ষ করে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক কেটে উদযাপন করা হয়। সাপলুডু চলচ্চিত্রে অভিনয় করে খল-অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জাহিদ হাসান। তিনি বলেন, 'আলস্নাহতায়ালার কাছে অনেক অনেক শুকরিয়া। করোনায় অনেক লোক মারা গেছেন কিন্তু আলস্নাহ আমাকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিলস্নাহ। এর মধ্যে যে কোনো পুরস্কারই সম্মানজনক, ভালোলাগার। আর যে পুরস্কারটা হচ্ছে রাষ্ট্রীয়, তার সম্মান আরও বেশি। আলস্নাহর রহমতে এবার দিয়ে আমি পরপর তিনবার রাষ্ট্রীয় জাতীয় পুরস্কার পেলাম। তিনবারই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। দুবার নেগেটিভ চরিত্রে ও একবার পজিটিভ চরিত্রে।'
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd