শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ পর্যায়ে ফেরদৌসের 'দামপাড়া'

বিনোদন রিপোর্ট
  ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
শেষ পর্যায়ে ফেরদৌসের 'দামপাড়া'

দেশীয় চলচ্চিত্রে ফেরদৌস আহমেদই একমাত্র নায়ক; যার কোনো উত্থানও নেই পতনও নেই। বেশ ক'বছর ধরে একই ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি। অভিনয় কম করলেও বিজ্ঞাপনচিত্রের মডেল, বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে বছরজুড়েই খবরের শিরোনামে থাকেন তিনি। করোনার কারণে স্থগিত হয়ে আছে তার অভিনীত কয়েকটি সিনেমার মুক্তি। তবে নতুন বছরের শুরুতেই আরও নতুন একটি মুদ্ধযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এর আগে বেশ কয়েকটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাতে অভিনয় করলেও এবারই প্রথম মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাতে অভিনয় করছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা। 'দামপাড়া' নামের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আনন জামান এবং পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন। এরই মধ্যে সিনেমার বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক। সিনেমাটি প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, 'দামপাড়া' মূলত বাংলাদেশ পুলিশের বীরত্ব ও দেশপ্রেমের গল্পের সিনেমা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রশাসনের ভেতরে থেকেও যারা লড়াই চালিয়ে গেছেন ও যুদ্ধ করেছেন, এমন অনেকেই আছেন যাদের কথা ইতিহাসে খুব বেশি উলেস্নখ করা হয়ে ওঠেনি- এসপি শামসুল ইসলাম তেমনই একজন। চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইনসে অস্ত্রের গুদাম ঘর ছিল এসপির দায়িত্বে। পাকিস্তানি আর্মিরা তার কাছে সেই অস্ত্রের গুদাম ঘরের চাবি চেয়েছিল কিন্তু এসপি শামসুল ইসলাম আর্মিদের সাথে একটি গেম খেলে সমস্ত অস্ত্র চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দেন। পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয় পাকিস্তানিদের লক্ষ্যই ছিল কী করে এসপি শামসুল ইসলামকে হত্যা করা যায়। শেষ পর্যন্ত তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুনও করে পাকিস্তানিরা। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায় না। যেহেতু তার স্ত্রী বেঁচে আছেন, তাই স্বামীহারা স্ত্রীর বর্ণনায় গল্পটি বড়পর্দায় তুলে ধরা হচ্ছে। তার বীরত্ব ও আত্মত্যাগের গল্পে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র 'দামপাড়া'। আমি এর আগেও মুক্তিযুদ্ধের সিনেমাতে অভিনয় করেছি। ধন্যবাদ চট্টগ্রামবাসী, চট্টগ্রামের সংবাদ মাধ্যম, চট্টগ্রাম পুলিশ প্রশাসন। কারণ সবাই দামপাড়াকে পূর্ণাঙ্গ রূপ দিতে ভীষণভাবে সহযোগিতা করছেন।

জানা গেছে, কয়েকদিনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়ে যাবে। এতে ফেরদৌসের বিপরীতে অর্থাৎ এসপি শামসুল ইসলামের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে