শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেলিপাড়ায় বিশেষ দিবসের প্রস্তুতি

মাসুদুর রহমান
  ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
কেয়া পায়েল

সারা বছরের সাধারণ দিনের তুলনায় বিশেষ দিবসে জমে ওঠে দেশীয় শোবিজ। শুটিং, ডাবিংয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই ব্যস্ততা। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাজের গতিও বাড়তে থাকে। শেষ মুহূর্তে এসে অনেকে তড়িঘড়ি করলেও মূলত বিশেষ দিবসের নাটকের কাজ শুরু হয় অনেক আগেই। কয়েক মাস আগে থেকেই মাঠে নামেন কেউ কেউ। চ্যানেলের সঙ্গে যোগাযোগ, গল্প নির্বাচন, শুটিং স্পট নির্ধারণ, শিল্পী বাছাই ও তাদের সিডিউল মেলানো কঠিন হওয়ায় ঢের সময় হাতে নিয়ে নির্মাতা শুরু করেন এসব নাটকের শুটিং। তারই ধারাবাহিকতায় চলতি বছরেও শুরু হয়েছে বিশেষ দিবসের নাটকের কাজ। শিল্পীরাও অভিনয় করছেন বিশেষ দিবসের নতুন নাটকে। রোমান্টিক ঘরানার নাটকে অভিনয় করে অনেক আগে থেকেই প্রশংসিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি নতুন একটি রোমান্টিক গল্পের একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম 'কদমবনে বৃষ্টি'। মাসরিকুল আলমের পরিচালনায় এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। এই নাটক ছাড়াও বর্তমানে ভালোবাসা দিবসের একাধিক একক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপূর্ব ও সাবিলা নূর।

এদিকে রোজার ঈদের এখনো অনেক সময় বাকি থাকলেও ঈদের নাটকের শুটিং শুরু করেছেন অনেকে। বিভিন্ন নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ঈদের জন্য 'ছোবল' নামে একটি নাটক নির্মাণ করছেন পরিচালক সাগর জাহান। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি ও জোভান। এ ছাড়া শিগগিরই হাফিজ খানের পরিচালনায় ভালোবাসা দিবসের বিশেষ নাটক 'লোড শেডিং' নাটকের কাজ করবেন তানিয়া বৃষ্টি। এর মধ্যে মহিদুল মহিমের পরিচালনায় ভালোবাসা দিবসের 'লাভ স্টেশন' নাটকে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পড়শী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জোভান। আসছে ভালোবাসা দিবসে একসঙ্গে দেখা যাবে আরিফিন শুভ ও লাক্সতারকা আফসান আরা বিন্দুকে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন বিন্দু। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় চরকি অরিজিনাল সিনেমা 'উনিশ২০'-এ দেখা যাবে এই জুটিকে। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে চলছে 'উনিশ২০'র চিত্রধারণ। পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, 'এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি/ফিলগুড রোমান্স জনরার এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে।' এই তুরণ পরিচালক ভালোবাসা দিবস উপলক্ষে আরও একাধিক কাজ করবেন বলে জানা গেছে। টেলিভিশন নাটকের সময়ের আলোচিত অভিনেতা মুশফিক আর ফারহান। ভালোবাসা দিবস উপলক্ষে তার কাছে কয়েকশ নাটকের প্রস্তাব এসেছে বলে জানান। সেখান থেকে বাছাইকৃত মাত্র ৭টি ভালোবাসা দিবসের নাটকে কাজ করছেন তিনি। ইতোমধ্যে চলতি মাসেই জাকারিয়া সৌখিনের পরিচালনায় শেষ করেছেন 'মায়া' নাটকের শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। অভিনেত্রী তানজিন তিশা মাকে নিয়ে এখন ভারতে অবস্থান করছেন। চলতি বছরে এখনো কাজ শুরু না করলেও শিগগিরই দেশে ফিরে ভালোবাসা দিবসের নাটকে অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। তার হাতে ভালোবাসা দিবসের কয়েকটি কাজ রয়েছে বলেও জানান তিশা। প্রতি ঈদেই ক্যামেরার পেছনে কয়েকটি নাটকের কাজ নিয়ে সাড়া ফেলেন অভিনেতা শামীম জামান। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আসছে ঈদেও বিভিন্ন টিভি চ্যানেলের জন্য ৪-৫টি নাটক পরিচালনা করবেন বলে জানান। দীপ্ত. বাংলাভিশন, গাজী ও এনটিভিতে নাটকগুলো ঈদে প্রচারিত হবে বলে জানান তিনি। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল শরৎ টেলিফিল্মের জন্যও কয়েকটি নাটক নিয়ে কাজ করবেন শামীম জামান। চলতি বছরের শুরুর দিকে নিজের ইউটিউবের জন্য দুটি একক নাটকের শুটিং শেষ করলেও চলতি টিভি চ্যানেলের জন্য কাজ শুরু করেননি তিনি। তবে চলতি মাসের শেষদিকে আলোচিত অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে শুটিং করবেন ঈদের নাটকের। নাটকের নাম 'গাড়িওয়ালা'। শামীম জামানের গল্পে এই নাটকের শুটিং হবে মানিকগঞ্জে। সবকিছু ঠিক থাকলে 'গাড়িওয়ালা' নাটকটি ঈদে প্রচারিত হবে এনটিভির পর্দায়। বিশেষ দিবসের নাটকে বিশেষ চমক নিয়ে আসেন ছোটপর্দার আলোচিত পরিচালক সাগর জাহান। প্রতি বিশেষ দিবসেই তার একাধিক নাটক প্রচারিত হয় বিভিন্ন চ্যানেলে। প্রতিটি নাটক দর্শকের হৃদয় ছুঁয়ে গেলেও এবার ভালোবাসা দিবসের জন্য মাত্র একটি নাটক নির্মাণ করেছেন তিনি। ইতোমধ্যে কক্সবাজারের মনোরম লোকেশনে এর শুটিং শেষ হয়েছে। নাটকের নাম 'হেলিকপ্টার'। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। সাগর জাহান বলেন, 'ক্যারিয়ারের এ পর্যন্ত বছরের বিশেষ দিবসগুলো ঘিরেই ছিল আমার কাজ। বছরের অন্য সময়ে কাজ করলেও বিশেষ দিবসের নাটবে বেশি গুরুত্ব দিতাম। বিভিন্ন চ্যানেলে আমার একাধিক নাটক প্রচারিত হতো। কিন্তু এখন কম কাজ করছি। এবারে ভালোবাসা দিবসের জন্য মাত্র একটি কাজ করেছি। আসলে এখন ওটিটি পস্নাটফরমের একটা জোয়ার বইছে। এখানে কাজের সুযোগ-সুবিধাও ভালো। এই মাধ্যমে আমার প্রথম কাজ 'হাঙ্গর'। এটি গত বছর প্রচারিত হয়েছে। টিভি নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটির কাজের প্রতি গুরুত্ব দিচ্ছি। একটি ওয়েব সিরিজ ও দুটি ওয়েব ফিল্ম নিয়ে মার্চ/এপ্রিলের দিকে মাঠে নামব। এখন ওটিটির এই তিনটি কাজ নিয়েই ব্যস্ত রয়েছি। নইলে ভালোবাসা দিবসে আমার আরও কাজ থাকত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে