শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্ষোভ ঝাড়লেন নূতন

বিনোদন রিপোর্ট
  ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০

'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১' এর বিজয়ীর তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি না করলেও বিভিন্ন সূত্রে প্রকাশ্যে এসেছে বিজয়ীদের সম্ভাব্য একটি তালিকা। এতে দেখা যায়, যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন ডলি জহুর এবং ইলিয়াস কাঞ্চন। কিন্তু এই বিভাগের সম্মাননা নিয়ে অভিনেত্রী অঞ্জনার পর এবার ক্ষোভ ঝাড়লেন চলচ্চিত্রের আরেক সিনিয়র অভিনেত্রী নূতন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এক সময়ের আলোচিত এই নায়িকা। স্ট্যাটাসের শুরুতেই প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, 'জাতীয় চলচ্চিত্র পুরস্কারে টিকটক ক্যাটাগরি নেই? টিকটক আর ফেসবুক ফলোয়ার ক্যাটাগরি রাখার আবেদন করছি। পাশাপাশি ভাইরাল ক্যাটাগরি রাখলে মন্দ হয় না! জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে এমন লেখা লিখতে হবে তা স্বপ্নেও ভাবিনি। এ দেশে নায়িকা হওয়া এখন আমার জন্য পাপ মনে হয়। মাঝে মাঝে আমার বাবার প্রতি আমার খুব রাগ হয়। আমি সাউথের মেয়ে ছিলাম, বাবার জন্ম সেখানেই। ফুপু সাউথের

নায়িকা ছিলেন, সেখানে থাকলে আমিও নায়িকা হতাম যদি ভাগ্যে থাকত। তাই ভালো ছিল। বড় তারকা না হলেও অসম্মানিত বা লজ্জিত তারকা হতাম না- এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। চেহারা আর নাচ দিয়ে কিছু না কিছু করতে পারতামই।'

অঞ্জনাকে ধন্যবাদ জানিয়ে নূতন লিখেছেন, 'অঞ্জনাকে ধন্যবাদ। আজীবন সম্মাননা বলতে যে এই দেশে কিছু আছে, তা ভুলেই গিয়েছিলাম। 'ওরা ১১ জন'' মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। আমি সেই চলচ্চিত্রের ক্ষুদ্র একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও যে আজীবন সম্মাননা পেতে অনেক কিছু করা লাগে তা আমার জানা নেই। আরও যোগ্যতার প্রমাণ দিতে হয় তাও আমার অজানা। তাই ৫০ বছরের চলচ্চিত্র জীবনে তা আর জানতে চাই না। যদিও আজীবন সম্মাননা আমার কাছে বিশাল কিছু না। এর চেয়ে বড় পুরস্কার আমি বহুবার পেয়েছি মানুষের কাছ থেকে এবং আমি বিশ্বাস করি, মৃতু্য পরবর্তী সময়েও আমি কিছু মানুষের কাছ থেকে আজীবন সম্মাননা পেয়ে যাব; সে কাজ আমি করেছি। আমি নিজেকে আজীবন সম্মাননার মতো যোগ্য মনে করছি না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে