শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজীব মণি দাসের 'জিম্মাদার'

বিনোদন রিপোর্ট
  ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, ছোট এই জীবনে কারও উপকার করতে গিয়ে একজন মানুষ যখন অন্য কোনো ব্যক্তির টাকার জিম্মাদার হয়। আর সেই টাকা যদি উক্ত ব্যক্তি না দেয় তখন কি হতে পারে! এমনই সারমর্ম নিয়ে চ্যানেল আইয়ে আজ দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম 'জিম্মাদার'। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্ম পরিচালনা করছেন ফরিদ হোসাইন। টেলিফিল্মেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আব্দুলস্নাহ রানা, ইমিলা হক, অবিদ রেহান, নিথর মাহবুব, আহমেদ সাজু, ক্লিনটন রোজারিও, এ.বি রশিদ প্রমুখ।

টেলিফিল্মটির গল্প সম্পর্কে রচয়িতা রাজীব মণি দাস জানান, গ্রামের সহজ-সরল ছেলে পাভেল। মানুষের কষ্ট দেখলে এগিয়ে না এসে থাকতে পারে না। মানুষের বিপদে যদি মানুষ সাহায্য না করে তাহলে কে করবে। বিপস্নব বিপদে পড়ে মেম্বারের দ্বারস্থ হয়। জানায় তার টাকার প্রয়োজন। মেম্বারের কাছ থেকে বিপস্নবকে টাকা নিতে হলে একজন জিম্মাদার লাগবে বলে মেম্বার শর্ত দেয়। বিপস্নব টাকার জিম্মাদার অনেককে হতে বলে কিন্তু কেউ রাজি হয় না। সর্বশেষ বাধ্য হয়ে পাভেলের শরণাপন্ন হয়। পাভেল মেম্বারের কাছে টাকার জিম্মাদার হয়ে বিপস্নবকে টাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু দিন যায়, মাস যায়- এক সময় মেম্বার টাকার জন্য পাভেলকে চাপ প্রয়োগ করে। জামিনদার হয়ে পাভেল এরকম বিপদে পড়বে সেটা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি। এভাবে নানা নাটকীয়তায় এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে