শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছোট পর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০

আরটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ঝড়ের পাখি'। শফিকুর রহমান শান্তনুর রচনা ও মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন এলেন শুভ, নীলাঞ্জনা নীলা, রওনক হাসান, শাহেদ আলী সুজন, আফ্রি সেলিনা, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, আব্দুলস্নাহ রানা, সুজন হাবিব, মুকিত জাকারিয়া, লারা লোটাস প্রমুখ।

মাছরাঙা টিভিতে সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'পিতা বনাম পুত্র গং'। বৃন্দাবন দাশের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশী, আরফান, শিরিন আলম, আশরাফুল আশীষ, শেলী আহসান প্রমুখ।

বৈশাখী টিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'মুসা'। সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, আবু হুরায়রা তানভীর, জেবা জান্নাত, মাসুদ রানা মিঠু, হান্নান শেলী, আইরিন ইরানী, রুশো শেখ, তানহা নোফা ও সাজ্জাদ হোসেন দোদুল।

চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'শুভ রাত্রী'। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাশার, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, চমক, বর্ষন, তানজিকা আমিন প্রমুখ।

দীপ্ত টিভিতে আজ রাত ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'জবা'। আশিস রায়ের নির্দেশনায় এতে অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়াসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে