একের পর এক সাফল্য দিয়ে চলেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডদল বিটিএসের অন্যতম তারকা জাংকুক। সম্প্রতি আমেরিকান র?্যাপার লাটোর সঙ্গে তার ট্র্যাক সেভেনে কণ্ঠ দিয়ে ব্যাপক সফলতা পান এই গায়ক। এরপর গত ২৯ সেপ্টেম্বর জ্যাক হারলোর সহযোগিতায় মুক্তি পায় তার নতুন আরেকটি একক গান 'থ্রিডি'। প্রকাশের পরপরই হইচই ফেলে দেয় গানটি। চার মিনিটের গানের ভিডিওটি পরিচালনা করেছেন ড্রু কির্শ যিনি টেইলর সুইফটের সঙ্গে কাজের জন্য সুপরিচিত। এর আগে ড্রু এবং জাংকুক চার্লি পুথের 'লেফ্ট এন্ড রাইট' ট্র্যাকে একসঙ্গে কাজ করেছেন।
এই হইচইয়ের মধ্যেই ভক্তদের মধ্যে নতুন আরেক উন্মাদনা ছড়িয়ে দেন বিটিএসের সর্বকনিষ্ঠ এই সদস্য। এবার নিজের একক অ্যালবামের ঘোষণা দিলেন জাংকুক। জানালেন, এই বছরের শেষের দিকেই আসছে তার অ্যালবামটি। তার বহুল প্রতীক্ষিত একক অ্যালবাম সম্পর্কে কথা বলতে গিয়ে জাংকুক সম্প্রতি ২০২৩ সালের পরিকল্পনার কথা শেয়ার করছেন। একটি সাক্ষাৎকারে, জাংকুক তার প্রতীক্ষিত অ্যালবামটির ঘোষণা দেন। এখনো শিরোনাম ঠিক না হওয়া অ্যালবামটি সম্পর্কে গায়ক জানান, ২০২৩ এর শেষের দিকে আমার একক অ্যালবাম আসতে চলেছে।
তবে এবারই প্রথম নয়, জাংকুক তার আসন্ন অ্যালবাম নিয়ে আগেও কথা বলেছেন। সুগার ড্রিংকিং শো 'সূচিতা'তে উপস্থিত হয়ে জাংকুক জানিয়েছিলেন, 'এই এককের পর আমার আরেকটি একক আসছে। তারপর আমি নভেম্বরের মধ্যে একটি ছোট মিনি অ্যালবাম প্রকাশ করব।' এদিকে জাংকুকের নতুন অ্যালবাম মুক্তির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। বিটিএস আর্মি নামে খ্যাত অনুরাগীরা জানিয়েছেন, তারা জাংকুকের অ্যালবামটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
উলেস্নখ্য, আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে নিয়ে গঠিত সময়ের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস। ২০১৩ সালে একসঙ্গে আত্মপ্রকাশ করে বিটিএস। বর্তমানে জিন, সুগা এবং জে-হোপ সামরিক বাহিনীতে যোগদান করেছেন তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবার জন্য এবং অন্যরাও শিগগিরই যোগদান করবেন। ২০২৫ সালে দল আবার একত্র হওয়ার কথা রয়েছে বিটিএসের।