শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাইদুল আনাম টুটুলের পঞ্চম মৃতু্যবার্ষিকী আজ

বিনোদন রিপোর্ট
  ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অভিনয় শিল্পী এবং ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা ও চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুলের পঞ্চম মৃতু্যবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনে (১৮ ডিসেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে 'কালবেলা' ছবিটি পরিচালনা করছিলেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত 'নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি' বই থেকে 'কালবেলা' ছবির গল্প নেওয়া হয়েছে। ছবিটি প্রযোজনা করছে সাইদুল আনাম টুটুলের প্রযোজনা প্রতিষ্ঠান 'আকার'। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি 'আধিয়ার' মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে 'সূর্যদীঘল বাড়ী' চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 'ঘুড্ডি', 'দহন', 'দীপু নম্বর টু' ও 'দুখাই'য়ের মতো সিনেমার সঙ্গে রয়েছে তার সংশ্লিষ্টতা। এই ছবিগুলোর সম্পাদনা করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে