শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফিল্ম আর্কাইভে মিশুক মুনীরের ব্যবহৃত সামগ্রী

বিনোদন রিপোর্ট
  ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মিশুক মুনীর দেশের মিডিয়া অঙ্গনের কালজয়ী এক নাম। সাংবাদিকতা ও সিনেমাটোগ্রাফিতে যিনি নিজের স্বাক্ষর রেখে গেছেন। এই গুণী ব্যক্তির ব্যবহৃত সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র এবার সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। সোমবার আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের কাছে মিশুক মুনীরের জিনিসপত্র হস্তান্তর করেন তার স্ত্রী মঞ্জুলী মুনীর। এর মধ্যে রয়েছে মুনীরের ব্যবহৃত ক্যামেরা, বিভিন্ন ধরনের লেন্স, ফ্ল্যাশগান, ওহম মিটার, স্স্নাইড, ফটো অ্যালবাম, ক্যামেরার ম্যাগনেটিক, মিনি ক্যামেরা, ছোট ব্যাটারি চালিত লাইট, পাসপোর্ট, আইডি কার্ড, দুর্লভ পকেট ঘড়ি, হাত ঘড়ি, নেগেটিভ রাখার কাঁচের জার ইত্যাদি।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান, উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম সোহাগ ও ফিল্ম ইনভেস্টিগেটর আবুল কাউসার মো. আল আমিন।

স্বামীর ব্যবহৃত জিনিসপত্র স্থায়ী সংরক্ষণের বন্দোবস্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মঞ্জুলী মুনীর। এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম মিশুক মুনীরের কর্ম ও জীবন সম্পর্কে জানতে পারবে বলেও আশাবাদী তিনি।

উলেস্নখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট তারেক মাসুদের পরিচালনায় নতুন 'কাগজের ফুল' চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখতে গিয়ে মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা দু'জনই মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে