শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারত রঙ্গ মহোৎসবে স্বপ্নদলের চিত্রাঙ্গদা

বিনোদন রিপোর্ট
  ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর উলেস্নখযোগ্য পাঁচটি নাট্যোৎসবের অন্যতম ভারতের দিলিস্নস্থ রাষ্ট্রীয় নাট্যশিক্ষায়তন ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ভারত রঙ্গ মহোৎসব। ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় সম্মানজনক এ আন্তর্জাতিক নাট্যোৎসবের ২৩তম আসরটি শুরু হচ্ছে আগামী ১ ফেব্রম্নয়ারি থেকে। চলবে ২১ ফেব্রম্নয়ারি পর্যন্ত। এতে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা 'চিত্রাঙ্গদা'। জানা গেছে, 'চিত্রাঙ্গদা' ১০ ফেব্রম্নয়ারি উড়িষ্যার ভুবনেশ্বরে এবং ১২ ফেব্রম্নয়ারি দিলিস্নর এনএসডিতে প্রদর্শিত হবে। এবার সারাবিশ্ব থেকে ১১টি আন্তর্জাতিক নাট্যসংগঠন এবং ভারতের ৬১টি নাট্যদলকে উৎসবে মঞ্চায়নের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি 'চিত্রাঙ্গদা'র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন। উলেস্নখ্য, এর আগে '১৭তম ভারত রঙ্গ মহোৎসব ২০১৫'-এ যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য 'ত্রিংশ শতাব্দী' মঞ্চায়ন করে ব্যাপকভাবে প্রশংসিত হয় স্বপ্নদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে