বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অস্কার-কোয়ালিফাইং উৎসবে ঢাকার 'নট আ ফিকশন'

বিনোদন রিপোর্ট
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অস্কার-কোয়ালিফাইং উৎসবে ঢাকার 'নট আ ফিকশন'

কানাডার হামিল্টন ও সিলভার ওয়েভের পরে এবার হলিউডের অস্কার কোয়ালিফাইং উৎসব 'সিনেকুয়েস্ট ফিল্ম অ্যান্ড ভিআর ফেস্টিভ্যাল-এ একমাত্র বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে শাহনেওয়াজ খান সিজু নির্মিত ওয়ান শট ফিল্ম 'নট আ ফিকশন'।

গুগল, মেটা, নেটফ্লিক্সসহ দুনিয়ার বাঘা বাঘা সব টেক প্রতিষ্ঠানের আঁতুড়ঘর-খ্যাত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে আগামী ৭ থেকে ১৭ মার্চ বসতে যাচ্ছে ৩৩তম এই আসর। উৎসবের বেস্ট ড্রামাটিক শর্টস বিভাগে সিলেকশন পেয়েছে বাংলাদেশের একমাত্র ছবি 'নট আ ফিকশন', যার মাধ্যমে আমেরিকান প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। আগামী ৮ মার্চ স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে হ্যামার থিয়েটার সেন্টার, স্যান জোস, ক্যালিফোর্নিয়াতে ছবিটির প্রিমিয়ারের পরে দর্শক এবং বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রযোজক-পরিচালকসহ টিমের অন্যদের। এছাড়াও এই উৎসবের অংশ হিসেবে আগামী ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য সিনেজয় ভার্চুয়াল ফিল্ম ফেস্টিভ্যাল এবং পিকচার দ্য পসিবিলিটিস ইভেন্টেও অংশ নেবে 'নট আ ফিকশন'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে