বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'ঢাকা রক কার্নিভাল : স্বাধীন বাংলা বেতার' কনসার্ট সেপ্টেম্বরে

বিনোদন রিপোর্ট
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
'ঢাকা রক কার্নিভাল : স্বাধীন বাংলা বেতার' কনসার্ট সেপ্টেম্বরে

দেশের কোথাও ব্যান্ড সঙ্গীতের কোনো কনসার্টের আয়োজন নেই বহুদিন ধরেই। দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করে আয়োজকরাও কনসার্ট আয়োজন করতে সাহস পাচ্ছেন না। তবে গণবিক্ষোভের মুখে হাসিনা সরকারের পতনের পর এবার ব্যান্ড ইন্ডাস্ট্রিতে নতুন করে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। মিউজিক্যাল ব্যান্ডগুলো প্রস্তুতি নিচ্ছে স্টেজে ফেরার জন্য। এর মধ্যেই ব্যান্ডগুলোর জন্য এলো নতুন খবর। সেপ্টেম্বরে হতে যাচ্ছে কনসার্ট, যার শিরোনাম 'ঢাকা রক কার্নিভাল : স্বাধীন বাংলা বেতার'।

কনসার্ট কোথায় হবে, কোন কোন দল এতে অংশ নেবে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এ আয়োজনের সহযোগিতায় থাকবেন দেশের জনপ্রিয় গিটারিস্ট এ কে রাহুল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্ট নিয়ে শুরু হয়েছে প্রচারণা।

1

কনসার্টের লাইনআপে দেশের জনপ্রিয় সব ব্যান্ড থাকবে বলেও মিউজিক বার অব বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসের শেষের দিকে কনসার্টের পূর্ণ প্রস্তুতি নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে