শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকালে শেরপুরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে এসব ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটকৃতরা হলেন জয়পুরহাট সদরের কমরগ্রাম এলাকার নজরুল ইসলামের পুত্র মো. রাজু আহমেদ (২৯), কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলিআকবর ডেইল এলাকার ইকতিয়ার উদ্দিনের পুত্র আফ্রিদি রহমান নিটু (২৭) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কালিবাড়ী এলাকার আবু শাহাদাত তুষাড় (২৭)।
পুলিশ জানায়, আটককৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করিলে, তারা আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করেছে। আটকৃত মো. রাজু আহম্মেদ মূল পরীক্ষার্থী আসামী শাকিল মিয়ার পরিবর্তে লিখিত পরীক্ষায় ৮০ হাজার,ন আফ্রিদি রহমান নিটু মূল পরীক্ষার্থী আসামী শাকিল আহম্মেদ এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ৬০ হাজার ও আবু শাহাদাৎ তুষার মূল পরীক্ষার্থী আসামী মো. বাদল ইসলাম এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ১ লক্ষ টাকার বিনিময় প্রক্সি দিতে এসেছিল।
উক্ত ঘটনায় আসামী গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।