বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম অহনা

বিনোদন রিপোর্ট
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম অহনা

ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি তার অভিনীত 'প্রবাসীর স্ত্রী', 'পুত্রবধূ'সহ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। সেগুলোর শুটিং শেষ করে এখন নিজেকে সময় দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অহনা জানান, এখনকার সময়ের দর্শকের রুচির পরিবর্তন এসেছে। তিনি মনে করেন, গল্পে পরিবর্তন আনতে হবে, কারণ দর্শক গল্পে সমসাময়িক বিষয়গুলো দেখতে চায়। অহনার কথায়, 'দর্শক নিজেদের সম্পৃক্ত মনে করতে পারেন, এমন গল্প এখন বেশি হওয়া দরকার। ইতোমধ্যে যে গল্পগুলোতে অভিনয় করেছি, সেখানে দেশের পরিবর্তনের একটা ছাপ আছে।' এদিকে শোবিজের সিন্ডিকেট অভিনেত্রীকে হতাশ করে। তার কথায়, 'অভিনয়ে ফেরার পর সিন্ডিকেট ভালো করে বুঝেছি। বুঝতে পেরেছি, আমাদের মিডিয়া আর আগের মতো নেই। সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম। আমি হারাইনি। বরং সিন্ডিকেটে না গিয়ে আমি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছি।'

নিজেকে বদলে কাজে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার অভিনীত নাটকগুলো থেকে দর্শকের কাছ থেকে চরিত্রের প্রশংসাও পান। তবে এই ভালোবাসা প্রাপ্তি কমে আসলে তখন নিজেকে নিয়ে নতুন করে ভাববেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, 'অভিনয় দিয়েই কিন্তু এত বছর টিকে আছি। কিন্তু এটা কি সহজ ছিল? আমাকে অনেক বাধা পেরিয়ে ক্যারিয়ার ধরে রাখতে হয়েছে।' ক্যারিয়ারের শুরুতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন অহনা। এরপর মাঝে কিছু বিরতি নেন তিনি। ফিরে এসেও নিয়মিত পেতেন কাজের প্রস্তাব। অভিনেত্রীর কথায়, 'আমি কিন্তু শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছি। আমাকে হারানো এত সহজ নয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে