বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বদিউল আলম খোকনের নতুন সিনেমা 'ভয়ংকর আয়নাঘর'

বিনোদন রিপোর্ট
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
বদিউল আলম খোকনের নতুন সিনেমা 'ভয়ংকর আয়নাঘর'

বদিউল আলম খোকন মানেই সামাজিক অ্যাকশন আর রোমান্টিক গানের জমজমাট আয়োজন। বর্তমানে যে কয়জন নির্মাতার নামের ওপর আস্থা রেখে হলমুখী হয় দর্শক, তাদের অন্যতম খোকন। নন্দিত এই নির্মাতা এবার নির্মাণ করবেন 'ভয়ংকর আয়নাঘর' নামে নতুন এক সিনেমা। জানা গেছে, আজ থেকে মা মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় ভয়ংকর আয়নাঘর সিনেমার শুটিং শুরু হবে।

এ ব্যাপারে বদিউল আলম খোকন বলেন, বিগত সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানা যায়। কী ভয়ংকর নিষ্ঠুরতম কাজ। এমন ঘটনা যেনো সমাজে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্যই সিনেমার মাধ্যমে সমাজকে সচেতন করতেই কাজটি শুরু করছি। শিগগিরই নায়ক-নায়িকার নাম প্রকাশ করব। সবার দোয়া চাই। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। বদিউল আলম খোকনের উলেস্নখযোগ্য সিনেমাগুলো হলো- দানব, ধ্বংস, রুস্তম, বাস্তব, বাবার কসম, প্রিয়া আমার প্রিয়া ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে