বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

'অ্যাকশন সিনেমা করা খুবই আনন্দদায়ক'

বিনোদন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
'অ্যাকশন সিনেমা করা খুবই আনন্দদায়ক'
'অ্যাকশন সিনেমা করা খুবই আনন্দদায়ক'

জেমস বন্ডের কোনো নারী সংস্করণে অভিনয় করা সামান্থা রুথ প্রভুর স্বপ্ন বলে তিনি নিজেই জানিয়েছেন। বলিউড নায়িকাদের অ্যাকশন সিনেমাতে কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের এই স্বপ্নের কথা জানান সামান্থা। অ্যাকশন ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, আনুষ্কা শেঠিদের প্রশংসাও করেছেন তিনি।

ভারতে মুক্তি পেতে যাচ্ছে 'সিটাডেল : হানি বানি'। হলিউডের মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন। ভারতীয় সংস্করণে নাম-ভূমিকায় দেখা যাবে বরুণ ধওয়ান ও সামান্থাকে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই নতুন ধারার সিনেমাতে কাজ করতে পেরে আমি খুবই খুশি। আজকাল অনেক অভিনেত্রীই অ্যাকশন সিনেমাতে অভিনয় করছেন। আলিয়া করেছেন। ইতোমধ্যে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফও করেছেন। দিশা, কিয়ারাও আজকাল এই ধরনের সিনেমা করছেন। কঙ্গনা রানাউত করেছেন। আনুষ্কা শেঠিও অ্যাকশন করেছেন। মহিলারা ছবির নিয়ন্ত্রণ রাখছেন, এটা দারুণ বিষয়।

এর আগেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন সামান্থা। তবে তার অভিমান যে, তার অধিকাংশ অ্যাকশন দৃশ্যেই সেবার কাঁচি পড়েছিল। এবার আর তা ঘটবে না। ফলে খুশি সামান্থা। তিনি বলেন, এবারে দৃশ্যগুলো রয়েছে। আমি খুশি।

কেন এত অ্যাকশনের প্রতি আকর্ষণ নায়িকার? জবাবে সামান্থা বলেন, কে না চায় গোয়েন্দা গল্পে নিপুণ লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে! আমার তো মনে হয়, সব অভিনেতারই স্বপ্ন জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা। আমরা, অভিনেতারা এ নিয়ে সব সময় উত্তেজিত। অ্যাকশন সিনেমা করা খুবই আনন্দদায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে