বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ফিটনেস কুইন নেহা শর্মা

বিনোদন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ফিটনেস কুইন নেহা শর্মা
ফিটনেস কুইন নেহা শর্মা

বলিউডে সাফল্য অর্জন করতে হলে শুধু অভিনয় নয়, ফিটনেসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনয়ের পাশাপাশি নায়িকাদের ফিট থাকা এখনকার ট্রেন্ড। বলিউডের অনেক নায়িকাই নিজেদের ফিটনেস বজায় রাখার জন্য জিমে সময় কাটান এবং পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন। তবে এমন একজন অভিনেত্রী আছেন যিনি শুধু অভিনয়ে নয়, নিজের ফিটনেসের জন্যও সমানভাবে জনপ্রিয়, তিনি হলেন নেহা শর্মা। নেহা শর্মা বিহারের ভাগলপুরের এক ছোট শহরের বাসিন্দা, শুধু তার অভিনয়ের জন্য নয়, নিজের ফিটনেসের জন্যও পরিচিত। অভিনয়ে তার একাধিক সফল ছবির পাশাপাশি তাকে প্রায়ই জিমের পোশাকে দেখে যায়। তাকে কখনো তার বোন আয়েশা শর্মার সঙ্গে, কখনো একাই, জিমের বাইরে দেখা যায়। এমনকি বলিউডের অনেক বড় অভিনেতাও তার ফিটনেসের প্রশংসা করেছেন। নেহা শর্মা মূলত বিহারের এক রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তার বাবা একজন কংগ্রেস নেতা এবং ভাগলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি নির্বাচনী প্রচারণাতেও তার বাবার সঙ্গে অংশগ্রহণ করেছেন। তবে নেহা শর্মার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১০ সালে, যখন তিনি ইমরান হাশমির 'ক্রুক' ছবিতে অভিনয় করেছিলেন। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি, কিন্তু নেহা ও ইমরানের জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়। নেহা বলিউডে বেশ কয়েকটি উলেস্নখযোগ্য ছবিতে কাজ করেছেন, যেমন- 'ইয়ংস্তান', 'মুবারকান', 'তুম বিন' এবং 'কেয়া সুপারকুল হ্যায় হাম'। এছাড়া তার গানের ক্ষেত্রেও সফলতা এসেছে, বিশেষ করে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। অনিল কাপুর এবং বরুণ ধাওয়ানও নেহা শর্মার ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন। তারা একসময় 'কফি উইথ করণ' শোতে বলেছিলেন যে, তারা নেহা শর্মাকে বেশ পছন্দ করেন এবং তার ফিটনেসের প্রশংসা করেছেন। বরুণ ধাওয়ান এমনকি নেহা শর্মার বোন আয়েশা শর্মাকেও জিমের পোশাকে দেখতে পছন্দ করেন। নেহা শর্মার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনা হলেও তার ফিটনেস, গস্ন্যামার এবং সৌন্দর্য সর্বদা তার ভক্তদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তাকে দেখে বোঝা যায় যে, খ্যাতি এবং সাফল্য শুধু অভিনয়ের মাধ্যমে নয়, নিজের ফিটনেস এবং স্টাইলের মাধ্যমেও অর্জন করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে