সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল। উপলক্ষ ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন। শাকিব খান ও পুজা চেরী ছাড়াও সে অনুষ্ঠানে ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, দীঘি প্রমুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে পুজা চেরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, শাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্স্নিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পুজা চেরী। তখন চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন অভিনেত্রী। এ সময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেটি বের করতে সফল হন তারা।
ভয়ানক এ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন- 'ভাগ্যিস! খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি। আরেক নেটিজেন খানিকটা কটাক্ষ করে লিখেছেন- যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন?