বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রাশমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বিজয়

বিনোদন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
রাশমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন রয়েছে। বিশেষত অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শিরোনামে। যদিও এখন পর্যন্ত কেউই সরাসরি তাদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় দেবেরাকোন্ডা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা বলেছেন।

এখানে তিনি তার সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে এ কথা স্পষ্ট করেছেন যে, তিনি বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিজয় বলেন, 'এখন আমি একা নই। আমার জীবনে একজন বিশেষ ব্যক্তি আছেন, তবে তার নাম আমি প্রকাশ করতে চাই না।' এই বক্তব্যের পর বিজয়ের ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে, কারণ তারা দীর্ঘদিন ধরে রাশমিকা মান্দানার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুনে আসছিলেন। সেই সাক্ষাৎকারে প্রেমের বিষয়ে বিজয় বলেন, 'নিঃশর্ত ভালোবাসা একটি রোমান্টিক অনুভূতি, কিন্তু আমার ক্ষেত্রে, ভালোবাসা কখনোই নিঃশর্ত নয়। ভালোবাসা আসে কিছু প্রত্যাশা নিয়ে। তবে আমি জানি, ভালোবাসা অনুভব করার মুহূর্তে কী হয়, সেটা আমি অনুভব করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে