ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। অভিনয় ক্যারিয়ারে চার দশকের বেশি সময় পার করেছেন। দীর্ঘ এই জার্নিতে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই শিল্পী। বিনিময়ে পেয়েছেন মানুষের মুঠো মুঠো ভালোবাসা, অর্থ, যশ ও খ্যাতি। ৬৯ বছরের চিরঞ্জীবী অভিনয়ে এখন নিয়মিত না হলেও প্রায় প্রতি বছরই দু-একটি সিনেমায় দেখা যায় তাকে। সম্প্রতি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিরঞ্জীবী। নাম ঠিক না হওয়া এ সিনেমার পোস্টার প্রকাশের পর আলোচনার শীর্ষে উঠে এসেছেন মেগাস্টার। বিশেষ করে শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমার পারিশ্রমিক নিয়ে ঢের আলোচনা হচ্ছে। কিন্তু কত টাকা নিচ্ছেন চিরঞ্জীবী? সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, নাম ঠিক না হওয়া এই সিনেমা প্রযোজনা করছেন সুধাকর। সিনেমাটির জন্য ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৬ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন চিরঞ্জীবী। এটি তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সিনেমা। এরই মধ্যে মোট পারিশ্রমিকের বড় অংশ নিয়েও নিয়েছেন এই মেগাস্টার। নব্বই দশকের গ্যাংস্টার-ড্রামা ঘরানার গল্প নিয়ে এগিয়েছে নাম ঠিক না হওয়া সিনেমাটির কাহিনী। চিরঞ্জীবী তার বয়সের সঙ্গে মেলে এমন একটি চরিত্রে অভিনয় করবেন। মেগাস্টারকে অনন্য অবতারে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।