দীর্ঘদিন বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। এবার তাকে বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে হাউসফুল ৫ সিনেমায় দেখা যাবে। মাঝে দীর্ঘ সময় বিনোদন দুনিয়া থেকে একরকম গায়েব ছিলেন নার্গিস। ইন্ডাস্ট্রি থেকে এতদিন দূরে থাকার প্রশ্নে অভিনেত্রী বলেন, 'আমার সঙ্গে অনেক কিছু ঘটেছে, তাই আমি বলিউড থেকে নিজেকে দূরে রেখেছিলাম। আমি এখানে ফিরতে চাইছিলাম না। আর এ বিষয়ে আমি কথা বলতে চাইনা।' নার্গিস আরও বলেন, 'ইন্ডাস্ট্রির সব মানুষ এক রকম নয়। আমি বেশ কিছু ভালো মানুষের সঙ্গে কাজ করেছি। আমি আজও তাদের প্রশংসা করি।'
বেশ কিছু ছবিতে আইটেম নাচ করতে দেখা গেছে মার্কিন অভিনেত্রী নার্গিসকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আইটেম নাচ নিয়ে কথা বলেছেন। আইটেম গানের প্রসঙ্গে তিনি বলেন, 'আমার কাছে তখন আইটেম গান নতুন এক জিনিস ছিল। পরে আমি বুঝেছিলাম, মানুষ এটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন।'
ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা, বলিউড ছবির ধরন কিছুই তিনি বুঝতেন না। ২০১১ সালে রকস্টার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল নার্গিসের। ইমতিয়াজ আলী পরিচালিত এই রোমান্টিক ড্রামা ছবির নায়ক ছিলেন রণবীর কাপুর। নার্গিসকে এরপর 'মাদ্রাজ ক্যাফে', 'ম্যায় তেরা হিরো'সহ কয়েকটি হিট ছবিতে দেখা গিয়েছিল।