সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শুরু হচ্ছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্ট
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শুরু হচ্ছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব
শুরু হচ্ছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩-২৪ ফেব্রম্নয়ারি, দুইদিন চলবে এ উৎসব। ২৩ ফেব্রম্নয়ারি বেলা ৩টায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে উৎসবের উদ্বোধন করা হবে। বাংলা ভাষার চলচ্চিত্রসহ দেশের চাকমা, মারমা, ম্রো বম, গারো, সাঁওতাল ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে।

দুই দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. এম এম আকাশ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ বি এম শামসুল হুদা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ এবং জন উদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক ডা. মুশতাক হোসেন।

এতে সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলার চিকিৎসক এবং চলচ্চিত্র প্রযোজক ডা. মং উষা থোয়াই। আরও অংশ নেবেন চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিক্ষক ও দর্শনার্থী। চলচ্চিত্র উৎসবে কোনো প্রবেশ ফি থাকছে না। ২৩ ফেব্রম্নয়ারি বিকাল ৩টা থেকে উৎসব শুরু হয়ে ২৪ ফেব্রম্নয়ারি রাত ৯টায় শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে