বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অবশেষে বিয়ের আভাস সুস্মিতার

বিনোদন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অবশেষে বিয়ের আভাস সুস্মিতার
অবশেষে বিয়ের আভাস সুস্মিতার

বলিউডের সিনিয়র অভিনেত্রী সুস্মিতা সেন। বর্তমানে তার বয়স ৫০ ছুঁইছুঁই। এখনো বিয়ে করেননি। এ কারণে বলিউডের অনেকে তাকে 'আইবুড়ো' বলেও সম্বোধন করেন। যদিও তার প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনোদিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী। কখনো রণদীপ হুদা, কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক হৃত্বিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার। তবুও ঘর বাঁধা হয়নি। তবে বিয়ের আভাস দিলেন তিনি। সাবেক এই মিস ইউনিভার্স জানালেন বিয়ে করতে কেমন পুরুষ চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সুস্মিতা- যা তার ভক্তদের মন কাড়তে সক্ষম হয়েছে। সম্প্রতি এক ভক্ত যখন তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন, তখন সুস্মিতা খোলাখুলিভাবে জানান, তিনি বিয়ে নিয়ে চিন্তা করেন, তবে সঠিক মানুষ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। স্বাধীন ও নির্ভীক মানসিকতার জন্য সুস্মিতা সেন বেশ পরিচিত। তিনি প্রায়ই তার ভক্তদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় যুক্ত থাকেন।

এছাড়া, ইনস্টাগ্রামে লাইভ সেশনে তিনি তার ভক্তদের সঙ্গে আলাপ করেন, যেখানে ভক্তরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। সে সময় এক ভক্ত যখন তার বিয়ের পরিকল্পনা নিয়ে জানতে চান, তখন সুস্মিতা অকপটে বলেন, 'আমিও বিয়ে করতে চাই। কিন্তু একজন এমন মানুষ তো পাওয়া উচিত- যার সঙ্গে বিয়ে করা যায়। এমনি এমনি তো বিয়ে হয় না। প্রচলিত আছে, হৃদয়ের সম্পর্ক অনেক রোমান্টিক হয়। তাই সেই অনুভূতি আমার হৃদয়ে পৌঁছানো উচিত, তাই না? তার পরই আমি বিয়ে করব।'

সুস্মিতা সেন সব সময়ই আত্মপ্রেম ও ক্ষমতায়নের পক্ষে কথা বলে এসেছেন। দুই কন্যা, রিনি ও আলিশাকে দত্তক নিয়ে তিনি সমাজের প্রচলিত নিয়ম ভেঙে নতুনভাবে পরিবারের সংজ্ঞা গড়ে তুলেছেন। বিয়ে নিয়ে দৃষ্টিভঙ্গিও তার এই বিশ্বাসের প্রতিফলন, তিনি শুধু নিজের সুখ

এবং মনের ইচ্ছাকেই প্রাধান্য দেবেন,

সামাজিক চাপে নয়।

পেশাগত দিক থেকে, অভিনেত্রী তার ওয়েব সিরিজ ও সিনেমার অসাধারণ পারফরম্যান্স

দিয়ে দর্শকদের মুগ্ধ

করে চলেছেন।

তবে এখনো

\হতিনি তার পরবর্তী প্রকল্পগুলোর ঘোষণা

দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে