logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ৬ কার্তিক ১৪২৭

  বিনোদন রিপোর্ট   ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

নতুন লুকে পূজা চেরী

নতুন লুকে পূজা চেরী
পূজা চেরী
বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরী। অভিনয়ের ক্যারিয়ার বেশি দিনের না হলেও তার ঝুলিতে রয়েছে ব্যবসাসফল ছবি। সম্প্রতি এ নায়িকা অভিনয় করেছেন 'জ্বীন' শিরোনামের একটি ছবিতে। আর সেই ছবির একটি দৃশ্যে মাকে খুন করেছেন তিনি। খুন করেই মৃত মায়ের পাশে বসেই ভয়ানকভাবে হাসছেন তিনি! সদ্য প্রকাশিত পোস্টারে এমন ইঙ্গিতই পাওয়া গেল।

সোমবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশ করা হয় 'জ্বীন'-এর তৃতীয় পোস্টারটি। এর আগের দুটি পোস্টারও দারুণ আলোচিত হয়। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে 'জ্বীন' সিনেমাটি। ভৌতিক ঘরানার এই সিনেমা নির্মাণ করছেন নাদের চৌধুরী। ইতোমধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে।

নিজের চরিত্র নিয়ে পূজা বলেন, 'সত্যিই খুব ভয়ংকর এক চরিত্র। নিজের মাকে খুন করা। গা শিউড়ে ওঠার মতো। ভালো লেগেছে এমন এক চরিত্রে অভিনয় করে। ছবিটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতাও হয়েছে।'

আগামী বছর শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে শোনা গেছে। ছবিতে পূজার সঙ্গে অভিনয় করেছেন রোশান, সজল ও মুন। এই সিনেমার মাধ্যমে সজল আবারো বড় পর্দায় কাজ করলেন। সজলের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 'রানআউট'।

\হঅন্যদিকে পূজা চেরীর 'শান' সিনেমাটিও আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে। এতে পূজার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে