logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ৬ কার্তিক ১৪২৭

  বিনোদন রিপোর্ট   ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

নতুন গানে লিজা

নতুন গান নিয়ে এলেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা। আজ রোববার প্রকাশ হতে যাচ্ছে লিজার নতুন গানের ভিডিও। গানের শিরোনাম 'তোমার স্মৃতিটুকু'। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ধ্রম্নব মিউজিক স্টেশন (ডিএমএস) এর জন্য প্রেম, বিরহ, ত্যাগ আর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং পায়েলিয়া পায়েল। নতুন এ গান নিয়ে লিজা বলেন, 'নতুন গানটি শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় করিনি, এখানে নিজের ভেতরের তাগিদও ছিল। কারণ, মনের মতো একটা গান করার চেষ্টা করছি অনেকদিন ধরেই। এটিই সেই গান। শ্রোতার পছন্দের সাথে আমার পছন্দের মিশেলে তৈরি হয়েছে গানটি। গানের ভিডিও শ্রোতা-দর্শকদের হৃদয় নাড়া দেবে। আমার বিশ্বাস, দীর্ঘদিন টিকে থাকার মতো গান 'তোমার স্মৃতিটুকু'।

ধ্রম্নব মিউজিক স্টেশন জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে