শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

হেফাজত নেতা মামুনুলের শ্বশুরকে আওয়ামী লীগের নোটিশ

যাযাদি ডেস্ক
  ১৪ এপ্রিল ২০২১, ০০:০০
হেফাজত নেতা মামুনুলের শ্বশুরকে আওয়ামী লীগের নোটিশ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর বাবা আওয়ামী লীগ নেতা মো. ওলিয়ার রহমান ওরফে ওলি মিয়াকে সংগঠন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ওলিয়ার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের স্বাক্ষরে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, 'আপনার জামাতা মামুনুল হক উগ্রপন্থী হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত। আপনার মেয়ে অবৈধ কার্যকলাপে লিপ্ত। এমনকি আপনার স্ত্রীও জামায়াতপন্থী। হেফাজতে ইসলামের সঙ্গে পরিবারের সংশ্লিষ্টতার বিষয়টি আপনি কখনও দলীয় নেতাদের জানাননি। আপনাকে কেন পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না তার পক্ষে আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ করা হলো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে