বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কুস্তিতে কিউবার স্বর্ণপদক

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০
কুস্তিতে কিউবার স্বর্ণপদক
কুস্তিতে কিউবার স্বর্ণপদক

অলিম্পিকের রেসলিংয়ে আবারও সোনার স্বাদ পেলেন মিহান লোপেস নুনেস। টোকিওর সাফল্যে দারুণ এক কীর্তি গড়লেন কিউবার এই রেসলার। অলিম্পিকের আঙিনায়

টানা চতুর্থ সোনা জয়ী প্রথম পুরুষ কুস্তিগিরের মুকুট এখন তার। মাকুহারি মেসে হলে সোমবার রেসলিংয়ের (গ্রেকো-রোমান) ১৩০ কেজি ওজন শ্রেণির শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জর্জিয়ার কাইয়া ইয়াকোবিকে ৫-০ ব্যবধানে হারান নুনেস। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকস থেকে টানা চার অলিম্পিকে বাজিমাত করলেন ৩৮ বছর বয়সি এই কিউবান।

টোকিওর আসরে এ পর্যন্ত দু'টি সোনা জিতেছে কিউবা। ?দু'টিই এসেছে রেসলিং থেকে। অন্য সোনার পদকটি ৬০ কেজি ওজন শ্রেণিতে জিতেন আলবের্তো লুইস সানচেস ওরতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে