সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামের রানী শুনলেন সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের কথা

যাযাদি ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

তিনদিনের বাংলাদেশ সফরে আসা বেলজিয়ামের রানী মাথিল্ডে মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারে সহিংসতার শিকার হওয়া নারীদের সঙ্গে কথা

বলেছেন। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ক্যাম্পে পৌঁছে রানী রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার গিয়ে শিক্ষাদান পদ্ধতি দেখেন এবং মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। পরে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করেন।'

বেলজিয়ামের রানীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'বেলজিয়ামের রানীর এ সফর বাংলাদেশ-বেলজিয়ামের মধ্যে সম্পর্কের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ যে সহায়তা দিচ্ছে, তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে আলোচনা হবে। এ ছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে স্বসম্মানে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহায়ক হবে।'

প্রসঙ্গত জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের 'অ্যাডভোকেটের' হিসেবে রানী মাথিল্ডের এই বাংলাদেশ সফর। জাতিসংঘের মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানী।

তিনদিনের এই সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও কয়েকটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে