সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুজ্বরে আরও ১৭ জনের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০
হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসা নিতে আসা রোগীরা। ছবিটি সোমবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা -ফোকাস বাংলা

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতু্য ১২৭২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৪ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫৪ জন। ঢাকার বাইরের ১ হাজার ৫৬০ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা দশজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৫৭ হাজার ৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৯৮৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে