শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) খন্ডকালীন সদস্য হলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান

নতুনধারা
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) খন্ডকালীন সদস্য হলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) খন্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ৯ জানুয়ারি মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১) ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। তিনি আগামী দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন। ভারত ও আবুধাবির গবেষক-অধ্যাপকসহ মোট চারজন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) খন্ডকালীন সদস্য হিসেবে এ নিয়োগ পেয়েছেন। খন্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়া অন্য সদস্যরা হলেন ভারতের ব্যাঙ্গালোর ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (এনএএসি) উপদেষ্টা ও গবেষক ড. জগন্নাথ পাতিল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটির সদস্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও আবুধাবির জায়েদ ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. হাবিবুল হক খন্দকার।

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রোগ্রাম প্রদানকারী সত্তাদের স্বীকৃতি প্রদান এবং মান নিশ্চিতকরণের দায়িত্ব পালন করে। কাউন্সিলটি 'বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন, ২০১৭'-এর অধীনে প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) খন্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানকে ১১ জানুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম সামছুল আলম, এলাইড হেলথ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. বেলাল হোসেন, মানবিক ও সামাজিক অনুষদের ডিন ড. লিজা শারমিন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী ও অর্থ পরিচালক মমিনুল হক মজুমদার। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে