শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি দুই আইনজীবীর ৪ সপ্তাহ মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

যাযাদি ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি দুই আইনজীবীর ৪ সপ্তাহ মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপিপন্থি দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে তারা সুপ্রিম কোর্টের কোনো বিভাগে মামলা পরিচালনা করতে পারবেন না।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

দুই আইনজীবী হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। এদিন সকালে তাদের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনসহ কয়েকটি দাবিতে ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে ১ জানুয়ারি প্রধান বিচারপতিকে চিঠি দেন অ্যাডভোকেট মহসীন ও বাদল। ওই চিঠি দিয়ে আদালতের 'মর্যাদা ক্ষুণ্ন করার' ব্যাখ্যা দিতে গত ৩ জানুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে আপিল বিভাগ এ দুই আইনজীবীকে তলব করে। বৃহস্পতিবার তাদের ব্যাখ্যা দেওয়ার জন্য দিন ধার্য ছিল।

এর আগে ব্যাখ্যা চাওয়ার কারণ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, 'চিঠি দেওয়া ভাষা ভালো ছিল না।'

গত ১ ডিসেম্বর অ্যাডহক কমিটির প্যাডে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেন অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল।

ওই চিঠিতে বলা হয়, দেশে একটি 'অনির্বাচিত, জবাবদিহিহীন এবং অস্বচ্ছ ফ্যাসিবাদী' শাসনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মীদের ওপর 'নিপীড়ন' চালানো হচ্ছে। এর ফলে মানুষ প্রজাতন্ত্রের প্রতি 'আস্থা

হারিয়ে ফেলছে'।

এ অবস্থায় নির্বাচন আয়োজনের প্রতিবাদে আইনজীবীরা ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন জানিয়ে চিঠিতে আরও বলা হয়, 'এমন একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে আইনজীবী, জনগণ স্বাধীন, বিচার বিভাগের প্রতি আস্থা রাখছে। আশা করছি মানবাধিকার রক্ষাকারী হিসেবে বিচার বিভাগ কার্যকরভাবে ভূমিকা পালন করবে। পুলিশ এবং বিচার বিভাগ উভয়ই সরকারের ফ্যাসিবাদী নিপীড়নের সহায়ক হয়ে উঠেছে। সাধারণ নাগরিকদের প্রাপ্য জামিন আবেদন নামঞ্জুর এবং দ্রম্নতগতিতে বিচার পরিচালনা করা ন্যায়বিচারকে কবর দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে, আদালত বর্জন কর্মসূচি চলাকালে মামলা সংশ্লিষ্ট যেসব আইনজীবী শুনানিতে অংশ নিতে অথবা নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত থাকতে পারবেন না সেসব মামলার পরবর্তী কার্যক্রম ৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হোক। সংশ্লিষ্ট আইনজীবীদের অনুপস্থিতিতে মামলা খারিজ বা বিরূপ আদেশ দেওয়া উচিত হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে