শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন পর্যটনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন পর্যটনমন্ত্রী

সপ্তম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বুধবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি আগামী ১১ তারিখে দেশে ফিরবেন। ৯ থেকে ১০ ফেব্রম্নয়ারি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য সম্মেলনটিতে মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে তিনি ছাড়াও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আলস্নামা সিদ্দিকী রয়েছেন।

২০১৬ সাল থেকে ভারত মহাসাগর উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, গবেষকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশগ্রহণ করেন।

উলেস্নখ্য, ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ২০২৩ সালের ১২ থেকে ১৩ মে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে