শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
ড. ইউনূসের জামিনের মেয়াদ ফের বাড়ল

গ্রামীণ কল্যাণের কর ফাঁকির মামলা নিষ্পত্তির নির্দেশ

যাযাদি ডেস্ক
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
গ্রামীণ কল্যাণের কর ফাঁকির মামলা নিষ্পত্তির নির্দেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬০০ কোটি টাকার বেশি কর ফাঁকির মামলা হাইকোর্টে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট বেঞ্চে এটি নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলী। অন্য দিকে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও সরদার জিন্নাত আলী।

আইনজীবীরা জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে বিগত সাত কর বর্ষের আয়করের দ্বিতীয় মূল্যায়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬০০ কোটির বেশি টাকার বিষয়ে করা দুটি রিট নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

ড. ইউনূসের জামিনের মেয়াদ ফের বাড়ল : এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার শ্রম আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার

জামিনের মেয়াদ বৃদ্ধি করেন আদালত।

আদালতের আদেশে বলা হয়, ১৬ এপ্রিল পর্যন্ত ড. ইউনূস জামিনে থাকবেন। ওইদিন তিনিসহ চারজনকে ফের আদালতে হাজির হতে হবে। আদালত আরও বলেন, ১৬ এপ্রিল আপিল শুনানির দিন ধার্য করা হলো। একই সঙ্গে শ্রম আদালত থেকে পাঠানো মামলার এলসিআর গ্রহণ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে