শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রীয় সম্মানে সাংবাদিক ইহসানুল করিমকে শেষ বিদায়

যাযাদি রিপোর্ট
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
রাষ্ট্রীয় সম্মানে সাংবাদিক ইহসানুল করিমকে শেষ বিদায়
রাষ্ট্রীয় সম্মানে সাংবাদিক ইহসানুল করিমকে শেষ বিদায়

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রবীণ সাংবাদিক ইহসানুল করিম হেলালের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। সোমবার সকালে তার কফিন জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হলে সাংবাদিকরা ফুল দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সেখানে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধার প্রতি।

এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইহসানুল করিম।

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

সোমবার সকালে এলেনবাড়ি জামে মসজিদে এক দফা জানাজার নামাজ শেষে ইহসানুল করিমের কফিন নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার জানাজায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

এ ছাড়া শাহাজাহান সরদার, সাইফুল আলম, নঈম নিজামসহ বেশ কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জানাজায়।

জানাজার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ প্রয়াত প্রেস সচিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর প্রেস উইং, আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুল দেওয়া হয় ইহসানুল করিমের কফিনে।

পরিবারের সদস্যরা জানান, জোহরের নামাজের পর আরেক দফা জানাজা শেষে ইহসানুল করিমের লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে