সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান

নওগাঁর পোরশায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭০) শুক্রবার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার বাঁশুড়া গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ির পাশের উঠানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় ইউএনও মো. আরিফ আদনান, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার উপস্থিত ছিলেন।

তার মৃতু্যতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে