শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ: রউফ আর নেই

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
নবীগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ: রউফ আর নেই
নবীগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ: রউফ আর নেই

নবীগঞ্জ উপজেলার করগাঁও ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রউফ আর নেই (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ১২ টায় নিজ বাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃতু্য বরণ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। মৃতু্যকালে তিনি স্ত্রী, দুইপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রেখে গেছেন।

মরহুম আ: রউফ ঢাকা তিতুমীর কলেজ থেকে ছাত্র জীবন পার করেন। তখন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। স্বাধীকার আন্দোলন থেকে স্বাধীনতার চূড়ান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। ৭১ সালে ঢাকা থেকে জাতীয় পতাকা সাথে নিয়ে ২২ মার্চ সহকর্মী ও সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নবীগঞ্জ ডাকবাংলোতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। মৃতু্যর আগ পর্যন্ত জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আ: রউফের প্রথম নামাজে জানাজা জে কে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের গ্রামের বাড়ি ছোট সাকুয়া গ্রামে অনুষ্ঠিত হয়। সেখানেই তার মরদেহ দাফন করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমারের নেতৃত্বে একদল সুসজ্জিত পুলিশ গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে