বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

এক মাস পর আগরতলায় ফিরলেন সহকারী হাই কমিশনার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
আপডেট  : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫
এক মাস পর আগরতলায় ফিরলেন সহকারী হাই কমিশনার

এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ফিরেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ।

মঙ্গলবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান। গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশের সহকারি হাই-কমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারি হাই কমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

1

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সহকারি হাই কমিশনার বেলা সাড়ে ১২টার দিকে আখাউড়া স্থল বন্দরে আসেন, দুপুর দেড়টার সময় আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন। আরিফ মোহাম্মদও তার যাওয়ার বিষয়টি স্থলবন্দর এলাকায় স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। তবে কবে নাগাদ সেখানকার কার্যক্রম চালু হতে পারে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। বেলা সাড়ে চারটার দিকে তার ভারতীয় অফিসিয়াল নম্বরে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে