চট্টগ্রামের কর্ণফুলী দেয়াংপাহাড়ে অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) এর অভ্যন্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি লেবার শেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি কক্ষ পুড়ে যায়।
শুক্রবার বেলা ১১ টার সময় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কেইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিস ও কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। আগুন লাগার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।